25 September, 2022 | 1:32 am
যেসব রুশ সেনারা যুদ্ধক্ষেত্র ছেড়ে যাবে, যুদ্ধ করতে অস্বীকার করবে, আদেশ অমান্য করবে কিংবা শত্রুপক্ষের কাছে আত্মসমর্পণ করবে তাদের জন্য ১০ বছরের সাজা দেওয়ার আইন প্রণয়ন করেছে রাশিয়া। বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার সৈন্যদের জন্য কঠোর শাস্তির আইনে স্বাক্ষর করেন। চলতি সপ্তাহের শুরুতে রুশ পার্লামেন্ট এই আইন অনুমোদন করে।
আগের আইন অনুযায়ী এইসব অপরাধের জন্য পাঁচ বছরের সাজার বিধান ছিল।
ইউক্রেনের কয়েকজন রুশ সৈন্য যুদ্ধ করতে অস্বীকৃতি জানানোর ও সম্মুখযুদ্ধে যোগদান এড়াতে বাধ্য হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবরের এর এই আইন প্রণয়নের খবর সামনে এলো।
Our Locations106/A, Green Road, Farmgate
Dhaka, Bangladesh
Lorna Office Complex (2nd Floor)
95, New Eskaton Road
Dhaka - 1205, Bangladesh
Design and Developed by © CCS 2022 .