ইরানের বিক্ষোভকারীদের ইন্টারনেট পরিষেবা দেবেন এলন মাস্ক

সিসিএস ডেস্ক

25 September, 2022 | 2:12 am


ইরানের কুর্দি তরুণী

ইরানের কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে চলমান আন্দোলন বেগবান হওয়ায় দেশটিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে সরকার।

শনিবার ইরানে মোবাইল নেটওয়ার্ক কার্যত অচল করে দেওয়া হয়েছিল।

আর এমন সময়ই বিক্ষোভকারীদের সহায়তায় এগিয়ে আসছেন বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যাক্তি এলন মাস্ক। তার ইন্টারনেট পরিষেবা কোম্পানি স্টারলিংক ইরানে স্যাটেলাইট ইন্টারনেট চালু করে দেবে।

যুক্তরাষ্ট্রের সরকার এলন মাস্ককে এ ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে।

তাছাড়া যুক্তরাষ্ট্র ইরানে ইন্টারনেট পরিষেবার ওপর নিষেধাজ্ঞাও শিথিল করে দেওয়ার ঘোষণা দিয়েছে। 

নিষেধাজ্ঞা শিথিলের কারণ জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বলেন, ইরানের জনগণকে যেন বিচ্ছিন্ন হয়ে এবং অন্ধকারে থাকতে না হয় তা নিশ্চিত করতে আমরা সাহায্য করতে যাচ্ছি।
এদিকে গত ১৩ সেপ্টেম্বর রাজধানী তেহরানে কুর্দি তরুণীকে গ্রেফতার করে দেশটির নৈতিকতা পুলিশ। ঠিকমতো হিজাব পরেননি এ অভিযোগে তাকে আটক  করা হয়। কিন্তু পুলিশ হেফাজতে গুরুতর অসুস্থ হয়ে পরলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তিনদিন কোমায় থাকার পর ১৬ সেপ্টেম্বর তিনি মারা যান। 

এরপরই ইরানে নৈতিকতা পুলিশের বিরুদ্ধে আন্দোলনে নামেন সাধারণ নারীরা। 

CCS Blood Bank

Your BLOOD Can Bring Smile In Other Person Face.


রক্তের প্রয়োজনে এই ওয়েবসাইট থেকে রক্তদাতা খুঁজে নিন
Our Locations

Working office

106/A, Green Road, Farmgate
Dhaka, Bangladesh

+88 01977 453 653
info@ccsbd.net

Registered Office

Lorna Office Complex (2nd Floor)
95, New Eskaton Road
Dhaka - 1205, Bangladesh

+88 01977 453 653
info@ccsbd.net

Join the CCS Social Community
Instagram
Follow Us
Join Us
Circle Us
Subscribe Us

Design and Developed by © CCS 2022 .